বাংলাদেশি ক্রেতার অভাবে মাথায় হাত কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীদের

আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৪:০৯ অপরাহ্ন
প্রতিবছর কলকাতার নিউমার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন। তবে এ বছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সেই ব্যবসায়। ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাভ-তো দূরের কথা, বিনিয়োগের টাকাও উঠবে কী না তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের।

পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউমার্কেট। যেখানে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, সেখানে এখন সুনশান নীরবতা।

 
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয়।
 

 
মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেট ও এর আশপাশের বিভিন্ন রাস্তায় প্রায় দুই থেকে তিন হাজার ছোটবড় দোকান রয়েছে। আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা।
 
এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, লাভ-তো দূরের কথা, বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকেই।
 
সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর ঠিক এসময়ে প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে। ঠিক এক বছর পর সেই চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র এক থেকে দেড়শ জনে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv