নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান

আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ১২:১৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ১২:১৯:৩০ অপরাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে।


নরওয়েজিয়ার রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রাম এবং পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) শনিবার এক ঘোষণায় এ তথ্য জানায়।তারা উল্লেখ করে, পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ইমরান খানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।



এর আগেও ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।প্রতি বছর নোবেল কমিটি অসংখ্য মনোনয়ন গ্রহণ করে এবং দীর্ঘ আট মাসের পর্যালোচনার পর বিজয়ী নির্বাচন করে।


ইমরান খান, যিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা, ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন। চলতি জানুয়ারিতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।তবে রাষ্ট্রীয় উপহার বিক্রি, গোপন তথ্য ফাঁস এবং বেআইনি বিবাহসংক্রান্ত কয়েকটি মামলায় আদালত তার বিরুদ্ধে দেয়া সাজা বাতিল বা স্থগিত করেছে।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করে আসছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv