যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতেই হবে: জামায়াত আমির

আপলোড সময় : ৩১-০৩-২০২৫ ০১:০২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৫ ০১:০২:৩০ অপরাহ্ন
আগস্টের গণহত্যার বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আজ ঈদ হলেও বাংলাদেশের অনেকের ঘরেই আজ ঈদের আনন্দ নেই। অনেক মা তার সন্তানের জন্য কাঁদছে। জুলাই-আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে তাদের বিচার হতেই হবে।



রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সোমবার অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা শহিদের আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। তাহলে এই শহিদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে। 

আগামীর বাংলাদেশ নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে রক্তের হোলি খেলা হবে না। যেখানে মানুষ অধিকার নিয়ে বাঁচবে। যেখানে সমতার ভিত্তিতে মানুষ বাস করতে পারবে।মানবিক দেশ হবে। 


তিনি বলেন, এমন বাংলাদেশ চাই যেখানে ধর্ম বিবেচনায় মানুষকে প্রমাণ করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না। একজন নাগরিক হিসেবে সবাই সেখানে সমান অধিকার ভোগ করবে। 

চাঁদাবাজি নিয়ে হুশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজ-দখলবাজ মুক্ত সমাজ গড়তে চাই। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। এই কথাটি যদি আমার নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতেই হবে। সত্য কথা বলা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv