যশোরে ফুচকা খেয়ে ৬০ জন অসুস্থ, হাসপাতালে ৪০

আপলোড সময় : ০১-০৪-২০২৫ ০৪:৪৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৫ ০৪:৪৮:৪৮ অপরাহ্ন
যশোরের অভয়নগরে হাড়ি ফুচকা খেয়ে অন্তত ৬০ জন অসুস্থ অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৪০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।চিকিৎসকরা জানিয়েছেন, খাবার প্রস্তুতে ত্রুটির কারণে একযোগে এত মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছে।


হাসপাতালে ভর্তি রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্বপাশে জনৈক মনিরুজ্জামানের চটপটির দোকান রয়েছে। সেখানে হাড়ি ফুচকা নামে ফুচকা বিক্রি হচ্ছিল। ঈদের দিন বিকেলে সেখান থেকে অনেকে ফুচকা খান। রাত ১২টার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুর রহমান রিজভী জানান, গতকাল রাত থেকে বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। আস্তে আস্তে রোগীর পরিমাণ বাড়তে থাকে। দুপুর পর্যন্ত অন্তত ৬০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ৪০ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছে।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv