রাজনীতি থেকে অবসর নিচ্ছেন মোদি, শিবসেনার দাবি

আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০১:৫১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০১:৫১:৫৪ অপরাহ্ন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। এমনকি তার উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন, ইতিমধ্যে সেই সিদ্ধান্তও পাকাপোক্ত। এমন দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেপ্টেম্বরে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। নাগপুরে আরএসএস সদর দপ্তরে তার সাম্প্রতিক সফরও এর সাথে সম্পর্কিত। রাউত বলেন, মোদি গত ১০-১১ বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। এখন তিনি দলের প্রধান মোহন ভাগবতকে ‘টাটা, বাই, বাই’ বলার জন্য গিয়েছেন।

রোববার (৩০ মার্চ) নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তর পরিদর্শনে যান মোদি। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত এসব দাবি করেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম রাউতের সংবাদ সম্মেলন কাভার করেছে।


রাউত বলেন, তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। আমি যতটুকু বুঝতে পারছি, সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদির সময় শেষ হয়ে গেছে। তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করতে চায়। সিদ্ধান্ত অনুযায়ী, মোদির উত্তরসূরি নির্বাচিত হবেন মহারাষ্ট্র থেকে।

এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv