ইলন মাস্ক কী সত্যি ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন?

আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০৫:৫৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০৫:৫৪:২৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের প্রতিপত্তি খানিকটা খর্ব করা হবে, তিনি মার্কিন ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। এবিসি নিউজ এবং পলিটিকোর রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে এসব কথা জানিয়েছেন।
তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট পলিটিকোয় প্রকাশিত ওই খবর কে 'গার্বেজ' বা আবর্জনা বলে উড়িয়ে দিয়েছেন।এক্স হ্যান্ডেলে ক্যারোলিন লিখেছেন, ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প একথা আগেই জানিয়েছেন ডজে তার অসাধারণ কাজ শেষ হলে ইলন সরকারি পদ থেকে বিদায় নেবেন।



এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন মাস্ক কোনও এক সময়ে তার কোম্পানির কাজে ফিরে যাবেন। ট্রাম্প বলেছেন, ও অসাধারণ কাজ করছে। কিন্তু ওকে বড় সংস্থা চালাতে হয়। কোনও একটা সময় ও চলে যাবে। ও সেটাই চায়।
দ্বিতীয় ট্রাম্প সরকারের শুরু থেকেই বিভিন্ন কাজে সামনের সারিতে দেখা গেছে টেসলা, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ককে। মাত্র দুই মাসের মধ্যেই সরকারের ব্যয় সংকোচনের কাজে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডজের প্রধান হয়ে একাধিক সরকারি দপ্তরে তালা ঝুলিয়েছেন মাস্ক। 




ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের বিপুল সংখ্যক সরকারী কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন। মাস্ক জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। সরকারের কাজে তার ছড়ি ঘোড়ানো ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ।টেসলার বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন যে সরকারি কাজে মন দিতে গিয়ে নিজের সংস্থায় সময় দিচ্ছেন না মাস্ক। টেসলা বয়কট হতে পারে, এই আশঙ্কায় ডিসেম্বরের পর থেকে সংস্থার স্টক ক্রমশ নিচে গেছে। ২০২৫ এর প্রথম কোয়ার্টারে টেসলার ১৩ শতাংশ বিক্রি কমেছে বলে জানানো হয়েছে।



এর আগে বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ইলন মাস্ক সরকারি দক্ষতা বিভাগে (ডজ) তার ভূমিকা থেকে পদত্যাগ করার পরিকল্পনা ঘোষণা করেছেন। এ ছাড়া ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, মে মাসের শেষের দিকে তিনি সংস্থাটি ত্যাগ করতে পারেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv