‘৩ মাসে ৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র’

আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০২:১১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০২:১১:০৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে গেল তিন মাসে ৬৮২ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি ভারতের লোকসভায় এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

বক্তব্যে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসনবিরোধী অভিযানে সর্বশেষ তিন মাসে ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এদের অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বা বৈধ কাগজপত্র না থাকায় আটক হন।”

প্রতিমন্ত্রী আরও জানান, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন মোকাবেলায় অভিযান জোরদার করা হয়েছে। যার ধারাবাহিকতায় হাজার হাজার অবৈধ অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে বেশিরভাগই ছিলেন অভিবাসন প্রত্যাশী, যারা যুক্তরাষ্ট্রে ভাল জীবনের আশায় সীমান্ত পেরোনোর চেষ্টা করেছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভারতীয় অভিবাসন ব্যবস্থাপনায় আরও সচেতনতা ও দক্ষতার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসী অধিকার রক্ষায় কূটনৈতিক উদ্যোগও বাড়ানো দরকার।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv