পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৪:০৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৪:০৯:৪৮ অপরাহ্ন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৮৮টি মামলা হয়েছে। এর মধ্যে কয়েক ডজন হত্যা মামলা রয়েছে।গতকাল আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।  


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com