শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা’র ১১ বাস আটক করলো জাবি শিক্ষার্থীরা

আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৪:১২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৪:১২:৩২ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এসব বাস আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় টিউশন শেষে সাভার ক্যান্টনমেন্টের পদাতিক গেট থেকে বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩০৭৪) হেলপার কর্তৃক হেনস্তার শিকার হন বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থী। ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে রাত দশটার দিকে বাসগুলো আটকাতে শুরু করেন তার সহপাঠীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি আনুমানিক রাত ৮টায় টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের এক বাসে উঠার সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। এর পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলে বলে ‘আমি ইচ্ছাকৃত এ কাজ করিনি।’ এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ’ইতোমধ্যে অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv