সিআইডি’তে আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে!

আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২৪:৩২ অপরাহ্ন
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সিআইডি’ এখনও সমান গুরুত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। এতে কিছু কিছু চরিত্র মানুষের মনে জায়গা করে নিয়েছে। এর মধ্যে প্রধান চরিত্র হলো এসিপি প্রদ্যুমন। এছাড়া রয়েছে অভিজিৎ ও দায়া। এদেরকে ছাড়া ‘সিআইডি’ যেন একবারেই অসম্পূর্ণ। তবে এবার এসিপি প্রদ্যুমনকে ছাড়াই সিআইডি দেখবেন দর্শক।দীর্ঘ সময় ধরে চলা জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’-এর দুঃসংবাদ হলো, এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না।


‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন। এই অভিনেতার আসল নাম শিবাজি সাতম। ‘সিআইডি’তে তাকে দেখা না যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের।ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, জনপ্রিয় এই থ্রিলার শো-তে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।
 

এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’


পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।
এসিপি প্রদ্যুমন চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।এদিকে শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই শো ছাড়ছেন অভিনেতা। তাই এর মধ্যেই নতুন 'এসিপি'র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।‌ 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv