
বিএনপি-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের লোকসভায় পাশ হওয়া ওয়াক্ফ সংশোধন বিল দেশটির সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করবে। তিনি এ মন্তব্য করেছেন রোববার (৬ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত-এর দায়িত্ব হচ্ছে সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা করা। তিনি আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই আইন পুনর্বিবেচনা করার আহ্বান জানান।
তিনি বলেন, ওয়াক্ফ ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা এবং এই সম্পত্তি বিক্রি করা বা কারও নামে হস্তান্তর করা যায় না। এজন্য ওয়াক্ফ বোর্ড পরিচালনার দায়িত্ব মুসলমানদের হাতে থাকা উচিত, বলে মনে করেন বিএনপি-র এই নেতা।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত-এর দায়িত্ব হচ্ছে সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা করা। তিনি আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই আইন পুনর্বিবেচনা করার আহ্বান জানান।
তিনি বলেন, ওয়াক্ফ ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা এবং এই সম্পত্তি বিক্রি করা বা কারও নামে হস্তান্তর করা যায় না। এজন্য ওয়াক্ফ বোর্ড পরিচালনার দায়িত্ব মুসলমানদের হাতে থাকা উচিত, বলে মনে করেন বিএনপি-র এই নেতা।