
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার রোববার (৬ এপ্রিল) আদালতে হাজিরা দিতে এসে জনরোষের মুখে পড়েছেন। দুপুরে রংপুর জেলা কারাগার থেকে নীলফামারী আদালতে আনা হলে স্থানীয়রা তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’, ‘ভোট চোর’ স্লোগান দেন। উত্তেজিত জনতা জুতা ও ডিম ছুড়ে মারার পাশাপাশি মারধরেরও চেষ্টা করে। পরে পুলিশ তাকে নিরাপদে আদালতে নিয়ে যায়।
তার বিরুদ্ধে ডোমারের দুটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আরও কয়েকটি মামলায়ও তিনি আসামি। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, যুবদল নেতার কাছ থেকে চাঁদা দাবি ও জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনবার এমপি ছিলেন আফতাব। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ক্ষমতায় থাকাকালে তাকে ‘গডফাদার’ বলা হতো।
তার বিরুদ্ধে ডোমারের দুটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আরও কয়েকটি মামলায়ও তিনি আসামি। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, যুবদল নেতার কাছ থেকে চাঁদা দাবি ও জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনবার এমপি ছিলেন আফতাব। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ক্ষমতায় থাকাকালে তাকে ‘গডফাদার’ বলা হতো।