
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গাঁডাদহের আলোচিত মুহুরি মোহাম্মদ আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার অত্যাচারে গাঁডাদহসহ আশপাশের এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে। উল্লেখ্য, বিগত সরকারের সময় মুহুরি আনিসুর এলাকায় জুলুমের সাম্রাজ্য গড়ে তোলে। তবে সরকার পরিবর্তন হওয়ার দিন থেকে বিএনপি-জামায়াতের ছায়াতলে এসে আবারও জুলুম-নির্যাতন বাড়িয়ে দেয় মুহুরি আনিসুর।
এলাকাবাসী জানান, গ্রামের অভাবী মানুষকে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করত শাহজাদুপর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের মুহুরি আনিসুর ও তার সঙ্গীরা। সর্বশেষ গত শুক্রবার সকালে জমিসংক্রান্ত ঘটনায় মুহুরি আনিসুর ও তার সাঙ্গোপাঙ্গরা প্রতিবেশী গুলজার হোসেনের পরিবারের ওপর চড়াও হয়। গাঁডাদহ কালিপাড়া গ্রামে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আনিসুর রহমান হত্যার উদ্দেশ্যে প্রতিবেশী মো. গুলজার হোসেনের ছেলে, ইঞ্জিনিয়ার মো. সুজন হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মুহুরি আনিসুর দোকানদার খলিলকে সঙ্গে নিয়ে তাদের ওপর দলবদ্ধভাবে আক্রমণ চালায়। তাদের আক্রমণে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান ইঞ্জিনিয়ার মো. সুজন হোসেন। গুরুতর আহত অবস্থায় সুজনসহ অন্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ শুক্রবার রাতেই মুহুরি মো. আনিসুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত করে গ্রেফতার করে। শাহজাদপুর থানার এস আই আব্দুল খালেক জানান, মুহুরি মো. আনিসুর রহমানকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
ঐ মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
এলাকাবাসী জানান, গ্রামের অভাবী মানুষকে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করত শাহজাদুপর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের মুহুরি আনিসুর ও তার সঙ্গীরা। সর্বশেষ গত শুক্রবার সকালে জমিসংক্রান্ত ঘটনায় মুহুরি আনিসুর ও তার সাঙ্গোপাঙ্গরা প্রতিবেশী গুলজার হোসেনের পরিবারের ওপর চড়াও হয়। গাঁডাদহ কালিপাড়া গ্রামে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আনিসুর রহমান হত্যার উদ্দেশ্যে প্রতিবেশী মো. গুলজার হোসেনের ছেলে, ইঞ্জিনিয়ার মো. সুজন হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মুহুরি আনিসুর দোকানদার খলিলকে সঙ্গে নিয়ে তাদের ওপর দলবদ্ধভাবে আক্রমণ চালায়। তাদের আক্রমণে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান ইঞ্জিনিয়ার মো. সুজন হোসেন। গুরুতর আহত অবস্থায় সুজনসহ অন্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ শুক্রবার রাতেই মুহুরি মো. আনিসুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত করে গ্রেফতার করে। শাহজাদপুর থানার এস আই আব্দুল খালেক জানান, মুহুরি মো. আনিসুর রহমানকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
ঐ মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।