সৌদি আরবের শেয়ারবাজারে ধস: ২০২০ সালের পর সবচেয়ে বড় দরপতন

আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১২:৩০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১২:৩০:০৪ অপরাহ্ন
সৌদি আরবের শেয়ারবাজারে ভয়াবহ ধস নেমেছে, যা গত পাঁচ বছরে সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে। রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় দিনশেষে দেশটির প্রধান সূচক তাদাওয়ুল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৬.১% বা ৭০০ পয়েন্টের বেশি কমে ১১,২০০ পয়েন্টের নিচে নেমে যায়। এতে বাজার থেকে ১৩৩ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৪ লাখ কোটি টাকার বাজারমূলধন উড়ে যায়।

ধসের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও তেলের দরপতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর রপ্তানির ওপর ১০% শুল্ক আরোপ করায় বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর পাল্টা হিসেবে চীন, ইউরোপসহ অন্যান্য বড় অর্থনীতি প্রতিশোধমূলক শুল্ক ঘোষণা করেছে, ফলে তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে।

এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সৌদি আরামকো, যার শেয়ার ৬.২% কমে গেছে এবং একাই ৯০ বিলিয়ন ডলার বাজারমূলধন হারিয়েছে। আল রাজি ব্যাংক, সৌদি ন্যাশনাল ব্যাংক, এবং এসটিসি-র মতো বৃহৎ প্রতিষ্ঠানের শেয়ারও ৫-৬% পর্যন্ত কমেছে।

লেনদেনের প্রথম ৩০ মিনিটেই প্রায় ২.২ বিলিয়ন সৌদি রিয়ালের শেয়ার লেনদেন হয়, যার অধিকাংশ ছিল ক্ষতিগ্রস্ত এই কোম্পানিগুলোর শেয়ার।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা ও ভূরাজনৈতিক টানাপোড়েন সামনের দিনগুলোতেও সৌদির বাজারে চাপ বাড়াতে পারে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv