শুরুতেই গুরবাজকে ফেরালেন তাসকিন

আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৫:০১:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৫:০১:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ–আফগানিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ শুরুতেই উইকেট তুলে নিয়ে আফগানদের ওপর চাপ সৃষ্টি করেন। দ্বিতীয় ওভারে তাসকিনের ফুল লেংথ ডেলিভারিতে রহমানউল্লাহ গুরবাজ ড্রাইভ করতে চেয়েছিলেন, কিন্তু এজ হয়ে বল চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে। এর ফলে ৭ বলে মাত্র ৫ রান করে আউট হন গুরবাজ। 

৬ ওভার শেষে আফগানিস্তান ১ উইকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করে এগিয়ে চলছে।

উল্লেখ্য, ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান এর আগে ১৬ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ ১০টি ম্যাচে এবং আফগানিস্তান ৬টি ম্যাচে জয়ী হয়েছে। ঘরের মাঠে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তিনটি সিরিজের মধ্যে দুটি জিতেছে। তবে ২০২৩ সালে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল বাংলাদেশকে। শারজায় ওয়ানডে ক্রিকেটে ২৯ বছর পর খেলতে নামছে বাংলাদেশ, যেখানে এই মাঠে এখনো কোনো ওয়ানডে বা টি-২০ জয়ের স্বাদ পায়নি টাইগাররা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv