পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিজ্ঞাপন প্রচার করে লাভবান হচ্ছে মেটা

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ১২:২৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১২:২৮:২৫ অপরাহ্ন
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের কার্যকলাপকে ঘিরে মেটা ১০০টিরও বেশি প্ররোচনামূলক বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করেছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এসব বিজ্ঞাপনের মাধ্যমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্কুল এবং খেলার মাঠ ধ্বংসের আহ্বান জানানো হয়েছে। কিছু বিজ্ঞাপন এমনকি গাজায় মোতায়েন ইসরায়েলি সামরিক ইউনিটগুলোর জন্য বসতি গড়ে তুলতে অনুদানেরও আবেদন করেছে।

রামাত আদেরেট নামক একটি ফেসবুক পেজ বিলাসবহুল অ্যাপার্টমেন্টের প্রচার চালিয়ে আসছে, যেখানে সৌনা, জ্যাকুজি এবং কোল্ড প্লাঞ্জের সুবিধার কথা তুলে ধরা হয়েছে। পিচবুকের তথ্য অনুসারে, ৩০০ মিলিয়ন ডলারের এ প্রকল্পে ইসরায়েলের ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অর্থায়ন করেছে।

পশ্চিম তীরের মা’আলে আদুমিম ও ইফরাতের অবৈধ বসতিতে মার্কেটিং হোমস গাবাই রিয়েল এস্টেট নামের এক সংস্থা অন্তত ৪৮টি বিজ্ঞাপন পোস্ট করেছে। অন্যদিকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ক্রেতাদের লক্ষ্য করে আরও অন্তত ৫২টি বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

এ ব্যাপারে এখনো মেটা কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপন এবং হাউজিং ব্যবসার মাধ্যমে বিশাল মুনাফা করাই ইসরায়েলের অন্যতম লক্ষ্য।

এদিকে, আরব নিউজ জানায়, ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজার প্রায় ৫০ শতাংশ এলাকাকে নিয়ন্ত্রণে নিয়েছে। টানা হামলার কারণে অঞ্চলটিতে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করেনি, ফলে হাজারো মানুষ চরম ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv