গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির ফজলে করিম

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৭:৫১ অপরাহ্ন
চট্টগ্রামে ১৯৭১ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাদের আদালতে তোলা হয়।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়।

ওইদিনই এই মামলায় চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আদালতে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তিনি ইতোমধ্যে অন্য এক মামলায় কারাবন্দি ছিলেন।

এছাড়া, একই মামলায় সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv