‘ভিউ’ বাড়াতে সন্তানদের ব্যবহার, প্রশাসনের নজরে ‘ক্রিম আপা’

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:১৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:১৮:৫৯ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমীন শিলা। তিনি তার সন্তানদের নিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করে আলোচিত। তবে এবার এলেন প্রশাসনের নজরে। অভিযোগ উঠেছে, তিনি তার দেড় বছর বয়সী কন্যাশিশু ও ১২ বছর বয়সী ছেলেকে ভিডিও কনটেন্টে ব্যবহার করে ভিউ বাড়ানোর চেষ্টা করছেন।

অভিযোগে বলা হচ্ছে, শারমীন শিলা তার ভিডিওতে তার মেয়েকে চড় মারছেন, কানে ভারী দুল পরাচ্ছেন, চুলে রাসায়নিক প্রয়োগ করছেন, খাবার কেড়ে নিচ্ছেন এবং ধমকাচ্ছেন। এসব আচরণ শিশু নির্যাতনের মধ্যে পড়ে বলে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে মেয়েটির ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে ভালোবাসা বলে দাবি করেছেন।

এ বিষয়ে শারমীন শিলাকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে তাকে প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

‘একাই একশো’ নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে, যেখানে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমানসহ আরও কয়েকজন উল্লেখ করেছেন যে, অনলাইনে শিশুদের এইভাবে ব্যবহার করা অনৈতিক এবং এর বিকাশের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শারমীন শিলা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এটা ষড়যন্ত্র, আমি আমার সন্তানের কলিজার টুকরা, কোনো নির্যাতন আমি করি না।”

এছাড়া, অতীতে তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর ভিডিও মুছে ফেলার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনিও শিলার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন, এবং সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv