পরপর দুই ওভারে ৩ উইকেট মুস্তাফিজের, চাপে আফগানরা

আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৫:৫১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৫:৫১:১৮ অপরাহ্ন
শারজার স্পিন সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। কিন্তু বাংলাদেশি পেসারদের দুর্দান্ত সুইংয়ের সামনে তাদের ইনিংস সংগ্রহ করতে বেশ চাপে পড়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদ রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে ভালো শুরু এনে দেন বাংলাদেশকে। গুরবাজ ৭ বলে ৫ রান করে তাসকিনের ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এরপর সেদিকুল্লাহ আতাল এবং রহমত শাহ দ্বিতীয় উইকেট জুটিতে সাবধানী ব্যাটিং করছিলেন। কিন্তু মুস্তাফিজুর রহমান প্রথমবার বোলিংয়ে এসে দ্রুত রহমত শাহকে ১৩ বলে ২ রানে আউট করে বাংলাদেশকে আরও এগিয়ে দেন। অফ স্টাম্পের বাইরে সুইং করা বলে রহমত ক্যাচ দিয়ে ফেরেন মুশফিকের হাতে।

দশম ওভারে আবারও বল হাতে নিয়ে মুস্তাফিজ আরও বিপর্যয় সৃষ্টি করেন। একই ওভারে তিনি সেদিকুল্লাহ আতাল এবং আজমতউল্লাহ ওমরজাইকেও ফিরিয়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনকে ভেঙে দেন। আতাল ৩০ বলে ২১ রান করে এলবিডব্লিউ আউট হন মুস্তাফিজের বলে, আর ওমরজাই উইকেটের পেছনে ক্যাচ দেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, আফগানিস্তান ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৭ রান। উইকেটে রয়েছেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এবং গুলবাদিন নায়েব।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv