
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আশাবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, “আমরা এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে দিতে পারব। তবে এতে সময় লাগবে।”
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান জানান, আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বিমসটেককে একটি গতি সম্পন্ন ও কার্যকর সংস্থা হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান জানান, আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বিমসটেককে একটি গতি সম্পন্ন ও কার্যকর সংস্থা হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।