ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে জিম্মি করে নিয়ে গেছে আরাকান আর্মি

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৪:৫২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৪:৫২:২৮ অপরাহ্ন
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন অঞ্চলের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অস্ত্রের মুখে দুইটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে।

এ বিষয়ে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতি জানিয়েছে, অপহৃত জেলেদের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় জেলেরা নাফ নদীসহ সাগরে মাছ শিকার করতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানিয়েছেন, ট্রলার নিয়ে যাওয়া বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এই ঘটনায় বাংলাদেশ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv