হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল: সালাহউদ্দিন আহমেদ

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৬:১৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৬:১৬:২৭ অপরাহ্ন
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সোমবার (৭ এপ্রিল) বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উশৃঙ্খল জনতার হামলা ও ভাংচুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে সতর্ক থাকলে এসব ঘটনা এড়ানো যেতো।

এছাড়া, গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি বিএনপির শিগগিরই কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং বিরোধী দলের ওপর নির্যাতন চালাতে তারা আড়িপাতা যন্ত্র ক্রয় করেছিল ইসরায়েল থেকে।

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং এটি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com