ঢাবিতে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৭:১৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৭:১৩:৫৬ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (৮ এপ্রিল) এক প্রতিবাদ কর্মসূচিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছেন। ‘আজাদ প্যালেস্টাইনের’ আয়োজনে রাজু ভাষ্কর্যের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ৭০ ফিট দীর্ঘ ফিলিস্তিনের পতাকা বহন করে মিছিল করেন।

মিছিলটি পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা দিলে কদম ফোয়ারার সামনে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা ৬ দফা দাবির সঙ্গে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের দাবি ছিল, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে মার্কিন মদদের নিন্দা জানানো এবং মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে প্রশ্ন করা। তারা আরও দাবি করেন, পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ আবারও যোগ করা এবং দেশটির সঙ্গে আওয়ামী লীগের চুক্তি প্রকাশ করা হোক।

এ কর্মসূচি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন জানানোর পাশাপাশি আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতি সচেতনতা তৈরির চেষ্টা হিসেবে অনুষ্ঠিত হয়।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com