বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন

আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৬:০৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৬:০৭:৩৪ অপরাহ্ন
প্রাণঘাতী রোগ মাঙ্কিপক্সের টিকা তৈরি করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকার মেডিকেল ট্রায়ালও শুরু করেছে তারা।

টিকার নাম এখনও প্রকাশ করা হয়নি। চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ কর্পোরেশনের (সিনোফার্ম) অধীনস্থ সাংহাই ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস (সিআইবিপি) এই টিকা তৈরি করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌতে হেনান ইনফেকশাস ডিজিজ হাসপাতালে টিকার মেডিকেল ট্রায়াল শুরু হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে চীনের জাতীয় চিকিৎসা প্রশাসন সিআইবিপিকে টিকার মানবদেহে পরীক্ষার অনুমোদন দেয়। ট্রায়ালে যারা অংশ নিচ্ছেন, তারা সবাই ১৮ বছরের বেশি বয়সী।

এক সময় বিরল ও অল্প পরিচিত রোগ হিসেবে বিবেচিত হলেও, ২০২২ সালে বিশ্বব্যাপী আলোচনায় আসে মাঙ্কিপক্স। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ বনাঞ্চলে বসবাসকারী বানরের শরীর থেকেই এই রোগের উৎপত্তি। পরবর্তীতে এটি মানবদেহে সংক্রমিত হয়।

স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস মাঙ্কিপক্স রোগের জন্য দায়ী। ভাইরাসটির দুটি রূপ রয়েছে— ক্ল্যাড-১ (মধ্য আফ্রিকান) এবং ক্ল্যাড-২ (পশ্চিম আফ্রিকান)। আক্রান্তদের মধ্যে প্রতি ১০০ জনে গড়ে ৪ জনের মৃত্যু হয়।

রোগটির লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, অতিরিক্ত ঘাম, পিঠব্যথা, পেশির টান ও অবসাদ। প্রথমে মুখে ফুসকুড়ি দেখা দেয়, এরপর তা ছড়িয়ে পড়ে হাত-পায়ের তালু সহ শরীরের অন্যান্য অংশে।

এতদিন মাঙ্কিপক্সের কোনো নির্দিষ্ট টিকা বা ওষুধ ছিল না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, স্মলপক্সের টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর। তাই বিকল্প হিসেবে ওই টিকাই ব্যবহৃত হয়ে আসছিল।

সূত্র : আনাদোলু এজেন্সি


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv