বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর

আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০১:০৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০১:০৪:৪৪ অপরাহ্ন
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে আশ্বাস দিলেন— বাংলাদেশের প্রতি ভারতের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ নেই।

বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ‘রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৫’-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

জয়শঙ্কর বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক জনমুখী ও ঐতিহাসিক। ভারতের চেয়ে অন্য কোনও দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না। এটি আমাদের ডিএনএতে রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আমরা যে মৌলবাদী প্রবণতা, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা শুনছি, তা নিয়ে উদ্বিগ্ন। এই উদ্বেগ আমরা বরাবরই খোলামেলাভাবে প্রকাশ করেছি।”

সম্প্রতি থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। সেই প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনন্য। এটি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, অন্য যেকোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্কের তুলনায় অনেক গভীর।”

তিনি বলেন, “আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথেই থাকবে। নির্বাচন সামনে—সেটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলেই আমরা চাই। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা সবসময় বাংলাদেশের মঙ্গল কামনা করি।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv