
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডের শেষ দিনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) তিনটি ভেন্যুতে মাঠে নামে ছয়টি দল। বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স তুলে নেয় দাপুটে জয়। আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে তারা তোলে ৩০২ রান। ইনিংসের ভিত্তি গড়ে দেন এনামুল হক বিজয়, যার ব্যাট থেকে আসে ৭৮ রান। তাকে যোগ্য সঙ্গ দেন সাব্বির হোসেন (৬৪) ও শামিম মিয়া (৫৩)।
পারটেক্সের হয়ে ইয়াসিন মুনতাসির, তানভীর হোসেন ও রুবেল মিয়া সমান দুটি করে উইকেট নেন। তবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় পারটেক্স। একমাত্র ব্যাটসম্যান হিসেবে আদিল করেন ৫৩ রান। গাজী গ্রুপের হয়ে শামিম মিয়া, ওয়াসি সিদ্দিকি ও তোফায়েল আহমেদ নেন দুটি করে উইকেট। ফলে গাজী গ্রুপ জয় পায় ১৭০ রানের বিশাল ব্যবধানে।
অন্যদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আগে ব্যাট করে রূপগঞ্জ তোলে ৭ উইকেটে ২৮০ রান। নাসির হোসেন ৭৭ ও আসাদুল্লাহ গালিব ৬৫ রান করেন। ধানমন্ডির হয়ে ৩ উইকেট নেন ফজলে মাহমুদ রাব্বি।
জবাবে ধানমন্ডি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। অধিনায়ক নুরুল হাসান সোহান ৯৭ ও ইয়াসির রাব্বি ৫৫ রান করে দলের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। রূপগঞ্জের হয়ে নুয়াহেল সানদিদ ৩ উইকেট নেন।
রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আবাহনী (১৮ পয়েন্ট), এরপর রয়েছে মোহামেডান (১৬), গাজী গ্রুপ (১৪) এবং গুলশন (১৩)।
পারটেক্সের হয়ে ইয়াসিন মুনতাসির, তানভীর হোসেন ও রুবেল মিয়া সমান দুটি করে উইকেট নেন। তবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় পারটেক্স। একমাত্র ব্যাটসম্যান হিসেবে আদিল করেন ৫৩ রান। গাজী গ্রুপের হয়ে শামিম মিয়া, ওয়াসি সিদ্দিকি ও তোফায়েল আহমেদ নেন দুটি করে উইকেট। ফলে গাজী গ্রুপ জয় পায় ১৭০ রানের বিশাল ব্যবধানে।
অন্যদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আগে ব্যাট করে রূপগঞ্জ তোলে ৭ উইকেটে ২৮০ রান। নাসির হোসেন ৭৭ ও আসাদুল্লাহ গালিব ৬৫ রান করেন। ধানমন্ডির হয়ে ৩ উইকেট নেন ফজলে মাহমুদ রাব্বি।
জবাবে ধানমন্ডি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। অধিনায়ক নুরুল হাসান সোহান ৯৭ ও ইয়াসির রাব্বি ৫৫ রান করে দলের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। রূপগঞ্জের হয়ে নুয়াহেল সানদিদ ৩ উইকেট নেন।
রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আবাহনী (১৮ পয়েন্ট), এরপর রয়েছে মোহামেডান (১৬), গাজী গ্রুপ (১৪) এবং গুলশন (১৩)।