ঠাকুরগাঁওয়ের দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৬:২৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৬:২৪:২৩ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্তের প্রধান পিলারের আশপাশ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন– বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩২) এবং তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই যুবক সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর তিনগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে ভারতের দিকে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বলেন, “সকালে খবর পাই, সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে এখনো পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে আমাদের কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।”

এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ ফোন রিসিভ করেননি। খুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত আটক যুবকদের ফেরত আনার দাবি জানাচ্ছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv