ছুটির দিনেও শিশু আদালত চালু রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ

আপলোড সময় : ১১-০৪-২০২৫ ১০:০৫:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৫ ১০:০৫:৫৫ পূর্বাহ্ন

সরকারি ছুটির দিনগুলোতেও শিশু আদালতের কার্যক্রম চলমান রাখতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনাবলি কার্যকর বা বহাল থাকবে।



সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, শুক্র-শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেফতার কিংবা আটক করার পর আটককারী কর্তৃপক্ষ কর্তৃক শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করছে।

 

কিন্তু সোপর্দকৃত শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আইনগত এখতিয়ার নেই। ফলে যেকোনো আদেশ বা সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ অপারগতা প্রকাশ করে থাকেন। এতে সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

 

নির্দেশনায় আরও বলা হয়, ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) হেফাজত এবং আটককৃত আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যেকোনো দরখাস্ত শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে সরেজমিন উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০-এর বিধান অনুসরণপূর্বক শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে।

 

এছাড়াও ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশুদের জবানবন্দি দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv