নাটোরে আদালতের মালখানায় ৩৭ লাখ টাকাসহ স্বর্ণালংকার চুরি

আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০৫:২১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৫:২১:৪২ অপরাহ্ন
নাটোরের আদালতের মালখানা থেকে প্রায় ৩৭ লাখ টাকা ১০ ভরি স্বর্ণ ও ৩ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে হেফাজতে নিলেও তাদের পরিচয় নিশ্চিত করেনি।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাতে কোনো এক সময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটলেও শুক্রবার সাড়ে ১১ টার দিকে বিষয়টি নজরে আসে।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, কোর্ট পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মালখানার তালা ভাঙা দেখে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। খবর পেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করে।




মাহবুর রহমান জানান, চলতি বছরের ১৪ মার্চ ভোরে নাটোরের সিংড়ায় চেকপোস্ট চলার সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি তল্লাশি করে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ। পরবর্তীতে আদালত এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। এ টাকাসহ মালখানায় থাকা ১০ ভরি স্বর্ণ ও ৩ ভরি রুপা চুরি ছাড়া অন্যকিছু চুরি হয়নি। এ ঘটনায় ৪ জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। চোরদের সনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv