ব্রেকআপের পর ক্ষোভে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাতেন প্রেমিক

আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১২:৪৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:৪৩:২৫ অপরাহ্ন
মাঝ পথে হাত ছাড়েন প্রেমিকা। হঠাৎ জানিয়ে দেন, এই সম্পর্ক আর তাঁর পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রেমিকের মনে হয়েছিল, প্রেমিকাকে গিফট দিতে পারেল না বলেই মাঝ পথে হাত ছেড়ে গেল। সেই রাগেই গত চার মাসে প্রাক্তন প্রেমিকাকে নাজেহাল করে ছেড়েছেন ওই প্রেমিক। ক্ষোভে প্রাক্তন প্রেমিকার ঠিকানায় ৩০০টি পার্সেল পাঠিয়েছেন তিনি।  অর্থাৎ ডেলিভারি বয়ের হাতে টাকা দিয়ে সেই পার্সল রিসিভ করতে হবে। অবশেষে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। 


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী তরুণী কলকাতার লেক টাউনের বাসিন্দা । একটি ব্যাংকে কাজ করেন তিনি। নিয়মিত অনলাইনে কেনাকাটা করতেন। গত চার মাসে তাঁর ঠিকানায় একাধিক পার্সেল আসে। অথচ কোনোটাই ওই তরুণী অর্ডার করেননি। স্বভাবতই বার বার ডেলিভারি বয়কে ফিরিয়ে দেন। তাতে একাধিক ই-কমার্স সংস্থা ওই তরুণীর অ্যাকাউন্টও ব্লক করে দেয়। বাধ্য হয়ে গত মাসে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।


এরপরই নদিয়ার এক যুবকের খোঁজ মেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে পুলিশ।  ওই যুবক জানান, প্রতিশোধ নিতেই প্রাক্তন প্রেমিকাকে এই ক্যাশ অন ডেলিভারি পাঠাতেন তিনি। ২০২৪ সালের নভেম্বর মাস থেকে একের পর এক পার্সেল পাঠাতে থাকেন ওই তরুণীকে।


শুধু তাই নয়, ওই যুবক আরও জানান, তাঁর প্রাক্তন প্রেমিকা অনলাইনে প্রচুর জিনিস কেনাকাটা করতেন। তিনি সে সব জিনিস কিনে দিতে পারতেন না বলেই প্রেমিকা তাঁর সঙ্গে ব্রেকআপ করেছেন। তাই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv