ইনজুরিতে লিটন, পিএসএল না খেলেই ফিরছেন দেশে

আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০১:৫৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০১:৫৪:৩৮ অপরাহ্ন
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা থাকলেও, ইনজুরির কারণে এক বলও খেলতে না-পারাই দেশে ফিরছেন টাইগার ব্যাটার লিটন দাস। অনুশীলনের সময় আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।

শনিবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটন লিখেছেন, "করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।"

এ চোটে পড়ে তার একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নেওয়াই এখন প্রধান কাজ। ফলে পিএসএলে অভিষেকের স্বপ্ন এবারও পূরণ হলো না লিটনের।

এর আগে লিটন আইপিএল ও এলপিএলে খেললেও, পিএসএলে কখনো মাঠে নামা হয়নি তার। করাচি কিংস তাকে এবারের নিলাম থেকে দলে নেয় এবং বিসিবি থেকে পুরো আসরের জন্য অনাপত্তিপত্রও পেয়েছিলেন তিনি।

এবারের আসরে বাংলাদেশ থেকে লিটন দাস ছাড়াও দল পেয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। রিশাদ এরই মধ্যে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। টেস্ট খেলে পরে পিএসএলে যোগ দেবেন পেসার নাহিদ রানা।

লিটনের এই ইনজুরিতে হতাশ তার অসংখ্য ভক্ত-সমর্থক, যারা তাকে করাচির হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে দেখতে মুখিয়ে ছিলেন। তবে সবার প্রার্থনা, যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন এই টাইগার ব্যাটার।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com