প্রথমবারের মতো বিদেশি অনুষ্ঠানে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের স্ত্রী

আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১১:১৩:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১১:১৩:৫৫ পূর্বাহ্ন
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার স্ত্রী লতিফা আল-দ্রৌবিকে প্রথমবারের মতো বিদেশি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তিনি তার স্বামীর সঙ্গে তুরস্কের আনতালয়াতে কূটনৈতিক ফোরামে যোগ দিয়েছেন। সেখানে নারী ও শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি।এই কূটনৈতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন। তবে আরব মিডিয়ায় সবচেয়ে নজর কেড়েছেন আহমেদ আল-শারার স্ত্রী।




লতিফা আগে এতটা জনসম্মুখে আসতেন না। বলতে গেলে অনেকটা আড়ালেই থাকতেন। এছাড়া তাকে বেশিরভাগ সময় কালো আরব বোরকা পরে থাকতে দেখা যেত। তবে ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ফোরামে লতিফাকে তার্কিস বোরকা ও হিজাব পরতে দেখা গেছে। যেমনটা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী পরেন। লতিফা এবারের সফরে তার্কিস ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে দেখা করেন। এরপর এমিনি সামাজিক মাধ্যমে এ বৈঠকের তথ্য প্রকাশ করেন।
আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হওয়ার পর তার স্ত্রী এবারই প্রথম বিদেশি কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন।




লতিফার জন্ম ১৯৮৪ সালে সিরিয়ার হোমসে। আরবি ভাষা ও সাহিত্যে তার মাস্টার্স ডিগ্রি রয়েছে। তিনি ব্যক্তি জীবনে তিন সন্তানের জননী। শারা আগে রক্ষণশীল থাকলেও; এখন তার স্ত্রীকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন। যা তার পূর্বের অবস্থান থেকে নতুন অবস্থানে যাওয়ার ইঙ্গিত। তিনি মূলত এখন নিজেকে উদারপন্থি হিসেবে উপস্থানের চেষ্টা করছেন। আগে তিনি আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তখন তার নাম ছিল মোহাম্মদ আল-জুলানি। তবে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর অতীত জীবনকে আরও অতীত করার চেষ্টা করছেন তিনি।



সূত্র: খামা প্রেস


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv