
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার অভিযোগ আরও গুরুতর— আর্থিক দুর্নীতি। দেশটিরই খ্যাতনামা সাংবাদিক শাহিদ হাশমি সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবির বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
তিনি দাবি করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজনের জন্য পিসিবি যে বিশাল বাজেট পেয়েছিল, তার কোনো সঠিক ব্যবহার হয়নি। বরং ওই অর্থের বড় একটি অংশ কেবল কাগজে-কলমেই থেকে গেছে।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের এক কিউরেটরের দুরবস্থার কথা তুলে ধরেন শাহিদ হাশমি। তিনি বলেন, “স্টেডিয়ামের পরিচর্যার জন্য প্রয়োজনীয় সার কেনার অর্থ না পেয়ে এক কিউরেটর নিজের ব্যক্তিগত মোটরবাইক বিক্রি করতে বাধ্য হন। বাজেট চাওয়া হলেও পিসিবি কোনও সহায়তা করেনি।”
শুধু এখানেই থেমে থাকেননি হাশমি। তিনি আরও বলেন, “পিসিবি নিজেদের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ঘরোয়া ক্রিকেটের পিচ ঠিকঠাকভাবে প্রস্তুত হয় না। এমনকি ম্যাচের আগে আবহাওয়ার তথ্য দেওয়ার মতো মৌলিক দায়িত্বও পালন করে না বোর্ড।”
এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ও পাকিস্তান দলের পারফরম্যান্স ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় দেশের ভেতরে-বাইরে।
পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির অধীনে এইসব অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ সামনে আসায় সমালোচনার তীব্রতা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই অভিযোগের প্রেক্ষিতে পিসিবি কী ধরনের পদক্ষেপ নেয় এবং আদৌ কোনো তদন্ত হয় কি না।
এদিকে দেশের মানবাধিকার ও ক্রীড়া সংগঠনগুলো এ বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।
তিনি দাবি করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজনের জন্য পিসিবি যে বিশাল বাজেট পেয়েছিল, তার কোনো সঠিক ব্যবহার হয়নি। বরং ওই অর্থের বড় একটি অংশ কেবল কাগজে-কলমেই থেকে গেছে।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের এক কিউরেটরের দুরবস্থার কথা তুলে ধরেন শাহিদ হাশমি। তিনি বলেন, “স্টেডিয়ামের পরিচর্যার জন্য প্রয়োজনীয় সার কেনার অর্থ না পেয়ে এক কিউরেটর নিজের ব্যক্তিগত মোটরবাইক বিক্রি করতে বাধ্য হন। বাজেট চাওয়া হলেও পিসিবি কোনও সহায়তা করেনি।”
শুধু এখানেই থেমে থাকেননি হাশমি। তিনি আরও বলেন, “পিসিবি নিজেদের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ঘরোয়া ক্রিকেটের পিচ ঠিকঠাকভাবে প্রস্তুত হয় না। এমনকি ম্যাচের আগে আবহাওয়ার তথ্য দেওয়ার মতো মৌলিক দায়িত্বও পালন করে না বোর্ড।”
এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ও পাকিস্তান দলের পারফরম্যান্স ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় দেশের ভেতরে-বাইরে।
পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির অধীনে এইসব অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ সামনে আসায় সমালোচনার তীব্রতা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই অভিযোগের প্রেক্ষিতে পিসিবি কী ধরনের পদক্ষেপ নেয় এবং আদৌ কোনো তদন্ত হয় কি না।
এদিকে দেশের মানবাধিকার ও ক্রীড়া সংগঠনগুলো এ বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।