রুদ্ধশ্বাস সমতায় শেষ বায়ার্ন-ডর্টমুন্ড ডার ক্লাসিকার

আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০২:২৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০২:২৫:১৯ অপরাহ্ন
জার্মান ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী দ্বৈরথ বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ‘ডার ক্লাসিকার’ আবারও উপহার দিলো উত্তেজনাকর এক ম্যাচ। তবে গোলের বৃষ্টির মাঝেও কোনো দলই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ২-২ গোলের ড্র নিয়ে শেষ হয় বুন্দেসলিগার এই হাইভোল্টেজ লড়াই।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল লড়াই। ম্যাচের ৪৮তম মিনিটেই এগিয়ে যায় ডর্টমুন্ড। সতীর্থের ক্রস থেকে হেডে জালে বল জড়ান মাক্সিমিলিয়ান বাইয়ার।

তবে পিছিয়ে পড়ার বেশি সময় নেয়নি বায়ার্ন। ৫৪তম মিনিটে কিম মিন-জেকে তুলে রাফায়েল গেররেইরোকে মাঠে নামান কোচ। বদলি নেমে ৬৫তম মিনিটে টমাস মুলারের পাস থেকে গোল করে সমতা ফেরান গেররেইরো।

এর মাত্র চার মিনিট পরই এগিয়ে যায় বায়ার্ন। ইয়োসিপ স্টানিসিচের পাস পেয়ে জোরালো শটে গোল করেন আরেক বদলি খেলোয়াড় সের্জ গেনাব্রি।

তবে জয় নিশ্চিত করতে পারেনি ভিনসেন্ট কোম্পানির দল। ৭৫তম মিনিটে ভাল্ডেমার আন্টন কাছ থেকে নেওয়া এক শটে ডর্টমুন্ডকে এনে দেন সমতার গোল। মাত্র তিন দিন আগেই বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের হার থেকে ঘুরে দাঁড়ানো ডর্টমুন্ডের জন্য এটি কিছুটা স্বস্তির ফলাফল।

ড্রয়ের পরও বুন্দেসলিগা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। শীর্ষে থাকলেও বায়ার লেভারকুজেন ঠিক পেছনেই, তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। অন্যদিকে, ২৯ ম্যাচে মাত্র ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

চলতি মৌসুমে ধারাবাহিকতা হারানো ডর্টমুন্ড ঘরোয়া লিগে হোঁচট খেলেও ইউরোপে এখনো টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com