
গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। শুরু থেকেই একের পর এক হাউজফুল শো। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সবখানেই চলছে বরবাদের দাপট।
দর্শকের এমন সাড়া পাচ্ছে যে, টিকিটই মিলছে না। শুরু থেকেই দেখা যাচ্ছে টিকিট সংকট। অনেকেই হলে গিয়ে টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য সিনেমা দেখে বাসায় ফিরছেন।
তবে দর্শকই না, শাকিব খানের নিজের পরিবারও ‘বরবাদ’ দেখতে গিয়ে টিকিট পাচ্ছেন না। এমনটাই জানিয়েছেন স্বয়ং শাকিব।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। তারা এখনো দেখতে পারেনি।’
শাকিব বলেন, ‘প্রতিদিনই কেউ না কেউ ফোন করে জানায়—ভাই, কোথাও তো টিকিট পাচ্ছি না। সবাই মিলে দেখতে গেলে তো কমপক্ষে ২০-৩০টা টিকিট দরকার। এত টিকিট একসঙ্গে পাওয়া যাচ্ছে না। সবাইকে বুঝিয়ে বলেছি—কয়েকদিন অপেক্ষা করতে। নাহলে হয়তো একটা শো-ই পুরো বুক করতে হবে।’
দেশে বরবাদ নিয়ে এই উত্তাপের মাঝেই সিনেমাটি যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে, ১৯ এপ্রিল কানাডায়।
আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে শাকিব খানের নিজের কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ। ধারণা করা যাচ্ছে, দেশের মতো বিদেশেও ভালো সাড়া ফেলবে ‘বরবাদ’।
দর্শকের এমন সাড়া পাচ্ছে যে, টিকিটই মিলছে না। শুরু থেকেই দেখা যাচ্ছে টিকিট সংকট। অনেকেই হলে গিয়ে টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য সিনেমা দেখে বাসায় ফিরছেন।
তবে দর্শকই না, শাকিব খানের নিজের পরিবারও ‘বরবাদ’ দেখতে গিয়ে টিকিট পাচ্ছেন না। এমনটাই জানিয়েছেন স্বয়ং শাকিব।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। তারা এখনো দেখতে পারেনি।’
শাকিব বলেন, ‘প্রতিদিনই কেউ না কেউ ফোন করে জানায়—ভাই, কোথাও তো টিকিট পাচ্ছি না। সবাই মিলে দেখতে গেলে তো কমপক্ষে ২০-৩০টা টিকিট দরকার। এত টিকিট একসঙ্গে পাওয়া যাচ্ছে না। সবাইকে বুঝিয়ে বলেছি—কয়েকদিন অপেক্ষা করতে। নাহলে হয়তো একটা শো-ই পুরো বুক করতে হবে।’
দেশে বরবাদ নিয়ে এই উত্তাপের মাঝেই সিনেমাটি যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে, ১৯ এপ্রিল কানাডায়।
আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে শাকিব খানের নিজের কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ। ধারণা করা যাচ্ছে, দেশের মতো বিদেশেও ভালো সাড়া ফেলবে ‘বরবাদ’।