ইলেকট্রনিকসামগ্রীতে ট্রাম্পের শুল্কছাড়ের ঘোষণায় ঊর্ধ্বমুখী এশিয়ার বাজার

আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১১:২১:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ১১:২১:৪৯ পূর্বাহ্ন

১৪ এপ্রিল এশিয়ার শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে ওয়াল স্ট্রিটের শেয়ারের ফিউচার্সও ঊর্ধ্বমুখী। মূলত কম্পিউটারসহ ইলেকট্রনিকসামগ্রীতে ডোনাল্ড ট্রাম্প শুল্ক অব্যাহতি দেওয়ায় আজ এই শেয়ারবাজারে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। যদিও সূচক তেমন একটা বাড়েনি। ট্রাম্প বলেছেন, ইলেকট্রনিকসামগ্রীতে শুল্কছাড়ের এই ঘোষণা সাময়িক।

গতকাল রোববার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহেই সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে স্মার্টফোনের বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এমএসসিআইয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সূচক বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ, যদিও গত সপ্তাহে এই সূচকের পতন হয়েছিল ৪ শতাংশ। চীনের ব্লু চিপসের উত্থান হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। জাপানের নিক্কেই এশিয়া সূচকের উত্থান হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। এ সূচকটিই গত সপ্তাহে অনেকটা ওঠানামা করেছে। রীতিমতো খ্যাপাটে আচরণ করেছে।

এ ছাড়া এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ; নাসডাক ফিউচার্সের উত্থান হয়েছে ১ দশমিক ২ শতাংশ। গত সপ্তাহে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের উত্থান হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। তারপরও ২ এপ্রিল ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের আগে এই সূচক যে অবস্থায় ছিল, সেই জায়গা থেকে এখনো ৫ শতাংশ নিচে।

ওদিকে ইউরোস্টক্স ফিউচার্সের উত্থান হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এফটিএসই ফিউচার্সের উত্থান হয়েছে ১ দশমিক ৮ শতাংশ আর ডিএএক্স ফিউচার্সের উত্থান হয়েছে ২ দশমিক ২ শতাংশ।

এদিকে আজও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে ডলারের পতন অব্যাহত আছে। এর আগে গত সপ্তাহেও ডলারের পতন হয়েছে ৫ শতাংশ। আজ ইউরো, ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের দরপতন হয়েছে। তবে এই অনিশ্চয়তার সময় বিনিয়োগের আরেক নিরাপদ মাধ্যম হিসেবে খ্যাত সোনার দাম বাড়ছে। আজ সোমবার সকালে বিশ্ববাজারে সোনার দাম আবারও রেকর্ড গড়েছে। হলুদ এই ধাতুর দাম আউন্সপ্রতি ৩ হাজার ২৪৫ ডলারে উঠে গেছে।

এদিকে তেলের অবস্থা ভালো নয়। একদিকে আছে মন্দার শঙ্কা, আরেক দিকে ওপেকের তেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা; এই দুয়ে মিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আজও কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট কমে ৬৪ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। ডব্লিউটিআই ক্রুডের দাম ১৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৬১ দশমিক ৩৫ ডলারে নেমে এসেছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv