২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা মক্কায়

আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০১:৩৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০১:৩৭:৩৫ অপরাহ্ন
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে সৌদি আরব। আগামী বুধবার (২৩ এপ্রিল) থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশে লাগবে বিশেষ অনুমতি—এমন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৭ এপ্রিল) এ তথ্য জানায় সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

হজ ব্যবস্থাপনাকে আরো সুচারু ও নিরাপদ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি ছাড়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। মন্ত্রণালয় বলছে, হজ শুরুর আগে প্রস্তুতি ও নিরাপত্তার স্বার্থে এ সময়সীমা নির্ধারণ জরুরি ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশিদের জন্যও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে প্রয়োজন অনুমতি। অনুমতি না থাকলে বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্ট থেকে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কর্মসংক্রান্ত কারণে মক্কায় যেতে হলে বিদেশি শ্রমিকদের ‘আবশের’ অথবা ‘মুকিম’ পোর্টাল থেকে অনুমতি নিতে হবে। অন্যদিকে, ‘নুসুক’ পোর্টাল থেকে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উমরাহ ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ বছর ওমরাহ পালনকারীদের সৌদি প্রবেশের শেষ দিন ১৩ এপ্রিল। এরপর ওমরাহ করতে কেউ সৌদি আরবে প্রবেশ করলে তা হবে ভিসা আইন ও হজনীতিমালার লঙ্ঘন। সেইসঙ্গে থাকবে কড়া শাস্তির আশঙ্কা।

ওমরাহ পরিষেবা দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ম ভাঙলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা, পাশাপাশি আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv