‘জাট’ দিয়ে বক্স অফিসে জাত চেনালেন সানি

আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০২:২৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০২:২৬:১৬ অপরাহ্ন
দীর্ঘ বিরতির পর ‘গাদার ২’-এর মাধ্যমে রূপালি পর্দায় জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন করেছিলেন সানি দেওল। ২০২৩ সালের সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এই বলিউড তারকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘জাট’।

৬৭ বছর বয়সেও একশন-অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন সানি। সিনেমাটির প্রথম দিনেই বক্স অফিসে আয় হয়েছে ৬ কোটি ৭ লাখ রুপি। আর মুক্তির ক’দিনের মধ্যেই ছবিটি ৪০ কোটি রুপি আয়ের মাইলফলক পার করেছে।

সিনেমাটির নির্মাণ বাজেট ছিল ১০০ কোটি রুপি। এর মধ্যে সানি দেওল একাই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক— যা এই বয়সে এসেও তার জনপ্রিয়তা ও তারকাখ্যাতির প্রমাণ।

‘জাট’ পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। এটি তার হিন্দি ভাষায় নির্মিত প্রথম ছবি। একইসঙ্গে এই ছবির মাধ্যমে দক্ষিণ ভারতীয় বাজারে পা রাখলেন সানি দেওল। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। লক্ষ্য ছিল ‘জওয়ান’-এর মতো সাম্প্রতিক ব্লকবাস্টারের ধারায় নাম লেখানো।

তবে মুক্তির আগের অ্যাডভান্স বুকিং তুলনামূলকভাবে কম ছিল। ভারতজুড়ে প্রি-সেলস থেকে আয় এসেছে মাত্র ২ কোটি ৩৭ লাখ রুপি। অন্যদিকে, ‘গাদার ২’-এর অ্যাডভান্স বুকিং ছিল ১৭.৬ কোটি রুপি।

দেশজুড়ে দর্শক উপস্থিতির হার ছিল মিশ্র। জয়পুরে সর্বোচ্চ ২৯.৫ শতাংশ অক্যুপেন্সি দেখা গেছে। এরপর রয়েছে এনসিআর (১৭.৫%), চণ্ডীগড় ও হায়দরাবাদে মাঝারি সাড়া মিললেও মুম্বাই ও পুনে তুলনামূলক পিছিয়ে ছিল।

সিনেমাটিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন রেজিনা ক্যাসান্দ্রা, রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের, রম্যা কৃষ্ণন ও জগপতি বাবুর মতো তারকারা।

যদিও প্রথম সপ্তাহেই ব্লকবাস্টার তকমা অর্জন করতে পারেনি ‘জাট’, তবে সানির অনুরাগীরা আশা করছেন, ধীরে ধীরে সিনেমাটি বড় আকারে দর্শক টানতে সক্ষম হবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv