আনন্দ শোভাযাত্রায় নজর কাড়লো ইসলামী সংস্কৃতি

আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০২:৪৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০২:৪৯:৪৭ অপরাহ্ন
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে ফেনীবাসী, তবে এবার ভিন্নমাত্রায়। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণিল আনন্দ শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পিটিআই স্কুল মাঠে।

শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতির উপস্থাপন। মক্তবের প্রতীক, কাপড়ে মোড়ানো রিকশা, গ্রামীণ ইসলামী পোশাক পরিহিত অংশগ্রহণকারীরা এই শোভাযাত্রাকে করে তোলে ব্যতিক্রমধর্মী। ফেনী সাংস্কৃতিক পরিষদের শিল্পকর্ম ও প্রতীকী চিত্রগুলো দর্শনার্থীদের নজর কাড়ে।

সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘শোভাযাত্রায় ইসলামি সংস্কৃতি ও হারিয়ে যাওয়া ঐতিহ্যের অনবদ্য উপস্থাপন সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

পরে জেলা প্রশাসক সাইফুল ইসলামের উদ্বোধনে শুরু হয় সাত দিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক মেলা। তিনি বলেন, ‘নববর্ষ উদযাপনে সবাইকে আইন ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সচেতন থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর ফেনী জেলা বিএনপিও পৃথকভাবে নববর্ষ উদযাপন করে। আয়োজন ছিল চোখে পড়ার মতো—পান্তা-ইলিশ, আনন্দ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল তাদের অনুষ্ঠান।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv