আনন্দ শোভাযাত্রায় শহীদ মুগ্ধের ‘পানি লাগবে পানি’ মোটিফ

আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৩:৫১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৩:৫১:২৬ অপরাহ্ন
স্বৈরাচার সরকার পতনের পর প্রথমবার উদযাপন হচ্ছে বাংলা বর্ষবরণ। এ আয়োজনে রাখা হয়েছে বিশেষ মোটিফ ফ্যাসিস্টের মুখাবয়ব ও জুলাইয়ের শহীদ মীর মুগ্ধের ‘পানি লাগবে পানি’ মোটিফ। উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে এসব মোটিফ। তাই এসবের সঙ্গে অনেককেই ছবি তুলতে দেখা গেছে।আজ সোমবার (১৪ এপ্রিল) গান, কবিতা ও আনন্দ শোভাযাত্রায় বাংলা নতুন বছরকে বরণ করছে দেশের মানুষ। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে বের হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।


শোভাযাত্রার সামনে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত একটি ঘোড়ার বহর। এরপরই দেশের ২৮টি নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ।

তারপর চারুকলা অনুষদের মূল ব্যানার। আরো ছিল মাছ, শান্তির পায়রা, বিভিন্ন সম্প্রদায়ের নাম, পানির বোতল, ৩৬ জুলাইয়ের একটি মোটিফ, ১০০ ফুট দৈর্ঘ্যের একটি স্ক্রল প্রভৃতি।
শোভাযাত্রায় ‘হাসিনার বিচার করো’, ‘জুলাই গণহত্যার বিচার কবে?’, ‘ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল করো’, নদী বাঁচাও ইত্যাদি প্ল্যাকার্ড দেখানো হয়। এ ছাড়া মাঝারি-ছোট সাইজের ১৪টি মোটিফ, নানা মুখোশ, চিত্র ইত্যাদি দেখানো হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv