শীতে ত্বকের যত্নে বাজারে এসেছে ব্লেইজ ও’ স্কিনের বডি লোশন রেঞ্জ

আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১২:২২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১২:২২:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ শীত যেমন সাথে করে নিয়ে আসে নতুন সব অ্যাডভেঞ্চারের বার্তা, শীতের আগমনে দরকার হয় ত্বকের জন্য বাড়তি সতর্কতা। পিঠে পুলি, খেজুরের রস ইত্যাদি শীতের স্পেশাল সব খাবারের স্বাদ, আরামদায়ক ওয়েদারে সবাই মিলে ঘুরতে যাওয়া এবং জ্যাকেট, শাল, সোয়েটারের মত এক্সক্লুসিভ কাপড় পরার মজার সাথে কুয়াশার চাদরে ঢেকে আসে শুষ্কতা আর রুক্ষতাও। এই সব স্কিন কনসার্নকে মোকাবেলা করে শীতের আমেজকে উপভোগ করতে প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন নেয়া। এবছর শীতে ত্বকের যত্ন নিশ্চিতে রিমার্ক এইচবি লিমিটেডের বিউটি ও স্কিন কেয়ার ব্র্যান্ড ব্লেইজ ও’ স্কিন বাজারে নিয়ে এসেছে বডি লোশনের এক অসাধারণ রেঞ্জ। 

ব্লেইজ ও' স্কিন বডি লোশন রেঞ্জে রয়েছে চারটি ভিন্ন ফ্লেভার- বেলা চাও, বেরি অন টপ, ট্রিক অর ট্রিট এবং অন অ্যান আইল্যান্ড। এই চারটি ভ্যারিয়েন্টের বডি লোশনের সবচাইতে আকর্ষণীয় বিষয় হল প্রতিটির ইউনিক ফ্রেগ্রেন্স। ত্বকে ৭২ ঘণ্টা পর্যন্ত ময়েশ্চারাইজেশন নিশ্চিত করার পাশাপাশি করে কোমল ও মসৃণ। লিচি, বেরি, ক্যান্ডি ও ট্রপিক্যাল আইল্যান্ড ফ্রেগ্রেন্স ভ্যারিয়েন্টগুলোতে যোগ করেছে এক নতুন মাত্রা। ব্লেইজ ও' স্কিন বডি লোশন ইচিং বা ইরিটেশন জাতীয় সমস্যা থেকে ত্বককে সুরক্ষা দেয়। শীতকালের রুক্ষতা থেকে ত্বকের সুরক্ষার জন্য ব্লেইজ ও স্কিন হতে পারে বাংলাদেশের মানুষের ত্বকের জন্য পারফেক্ট একটি বডি লোশন। 

ব্লেইজ ও’ স্কিনের বডি লোশন ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিমা ওয়াহিদ বলেছেন, “দেশে তৈরি অন্যান্য বডি লোশনগুলো থেকে এটি একেবারেই আলাদা। চারটি ভিন্ন ফ্রেগ্রেন্সের সাথে কালারফুল প্যাকেজিং-এক কথায় অসাধারণ। এটি লাইট ওয়েট এবং নন-স্টিকি বলে ত্বকে দ্রুত অ্যাবসর্ব হয়ে যায় এবং কোনো প্রকার চিটচিটে ভাব থাকে না। ‘বেরি অন টপ’ আমার পার্সোনাল ফেভরেট ভ্যারিয়েন্ট। লোশনগুলোর টেক্সচার বেশ স্মুথ, অ্যাপ্লাই করলে স্কিন এতো সফট হয়ে যায়। এই একটা লোশনে পুরো শীতকাল পার করে দেওয়া যায় তাই এটি বেশ সাশ্রয়ীও বলা যায়। এছাড়াও, বাইরে কোথাও গেলে খুব সহজেই এই লোশনটি ব্যাগে ক্যারি করা যায়।’’ 
 
নকল ও ভেজাল পণ্যের ব্যাপারে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন, তাই সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ব্লেইজ ও স্কিনের অথেনটিক পণ্যের অভাবনীয় গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সবার মাঝে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com