রিশাদের প্রশংসা করে যা বললেন শাহিন আফ্রিদি

আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৪:৪১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৪:৪১:১০ অপরাহ্ন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকেই দারুণ পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে ৩১ রানে ৩ উইকেট নিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দলের ৭৯ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই টাইগার স্পিনার।

রোববার রাতে লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১৯ রানের বিশাল স্কোর গড়ে লাহোর। ওপেনার ফখর জামান করেন ৩৯ বলে ৬৭ রান, আর স্যাম বিলিংস ১৯ বলে করেন অপরাজিত ৫০ রান। শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে রিশাদ করেন ১ বলে ১ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সপ্তম ওভারে বল হাতে তুলে নেন রিশাদ। প্রথম ওভারে খানিক খরুচে হলেও দ্বিতীয় ওভারে বড় আঘাত হানেন। প্রোটিয়া ব্যাটার রাইলি রুশোকে দুর্দান্ত এক গুগলিতে বোল্ড করে দেন তিনি।

এরপর নিজের তৃতীয় ও দলের ১৩তম ওভারে আরও দুই উইকেট তুলে নিয়ে কোয়েটার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন রিশাদ। মোহাম্মদ আমিরকে লেগ ব্রেকে বোল্ড করার পর আবরার আহমেদকে ক্যাচ বানান মোহাম্মদ নাঈমের হাতে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, “আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নেওয়ার বিষয়টি বিবেচনায় রেখেছিলাম। ডেভিড ভিসে খেলতে পারেননি, তাই রিশাদ ছিল আদর্শ বিকল্প।”

উল্লেখ্য, পিএসএলের এবারের আসরে প্রথম ম্যাচে লাহোরের একাদশে জায়গা হয়নি রিশাদের। তবে গতকালের পারফরম্যান্সের পর তাকে বাদ দেওয়া কঠিন হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv