ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৬:৫০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৬:৫০:০৭ অপরাহ্ন
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৩ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলে ৬.৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিজির মূল ভূখণ্ড থেকে দক্ষিণে, ভূপৃষ্ঠের প্রায় ১৭৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় এর প্রভাব অনেকটাই সীমিত ছিল বলে জানিয়েছেন ভূতাত্ত্বিকরা।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও।

উল্লেখ্য, ফিজি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যেই দেশটিতে মাঝারি থেকে শক্তিশালী কম্পন অনুভূত হয়ে থাকে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com