ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০১:৪৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০১:৪৯:৩১ অপরাহ্ন
ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়, অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে এবং সংঘর্ষ থামাতে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, ঢাকা কলেজের দুই শিক্ষার্থী সিটি কলেজের শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন। এই ঘটনার প্রতিবাদেই মূলত সংঘর্ষের সূচনা হয়।

বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv