ভোটের সামগ্রীর চাহিদা নিরূপণ ও মজুদ যাচাই হচ্ছে : ইসি সচিব

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৪:৩৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৪:৩৩:২১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে প্রয়োজনীয় কাগজপত্র কেনা ও মুদ্রণের কাজ চার মাসের মধ্যে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ (মঙ্গলবার) সচিবালয়ে এক প্রস্তুতিমূলক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, “নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করা হবে। কেনাকাটা থেকে মুদ্রণ— প্রতিটি ধাপে যেন সময় অপচয় না হয়, সেজন্যে পরিকল্পনা আগেভাগেই করে রাখছি। সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে এসব কাজ শেষ করতে।”

ইসি কর্মকর্তারা জানান, একটি জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, ৫ ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, নির্বাচনী প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ নির্দেশিকা, নির্দেশনামূলক বইসহ বহু সামগ্রী মুদ্রণ করতে হয়।

ডিসেম্বরে নির্বাচন ধরলে, সেপ্টেম্বরের মধ্যেই এসব মুদ্রণ শেষ করে সংরক্ষণ করতে হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

সচিব আরও জানান, আগের নির্বাচনের কিছু কাগজ বিজি প্রেসে এখনো সংরক্ষিত রয়েছে। তবে সেগুলোর গুণগত মান নষ্ট হয়ে থাকলে ডিসপোজাল করতে হবে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যারা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কত কাগজ লাগবে, বাজেট কত হতে পারে— এসব নিরূপণের কাজও চলছে বলে জানান সচিব। “আমরা প্রস্তুত থাকবো যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব কিছু সম্পন্ন করা যায়।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv