আ. লীগ এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করা বড় সংস্কার : এনডিএম

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৫:১১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৫:১১:২৭ অপরাহ্ন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে এনডিএমের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিজম যেন বাংলাদেশে দাঁড়াতে না পারে, সেজন্য আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিবাদী রাজনীতিকে বাতিল করাটাই হবে বড় ধরনের সংস্কার।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে সন্তোষ প্রকাশ করে এনডিএম চেয়ারম্যান বলেন, “প্রস্তাবগুলোর বেশিরভাগ জায়গাতেই আমরা একমত। আমরা সংস্কারগুলো বৃহৎ পরিসরে দেখতে চাই, যেন তা বাস্তবায়নের মাধ্যমে একটি জনবান্ধব সরকারব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।”

ববি হাজ্জাজ আরও বলেন, “জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের যে সুপারিশ করেছে, সেটি সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে করা হয়েছে বলে আমরা মনে করি। এই মতামত কমিশনকে জানানো হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, “আমরা এখানে কোনও দলের নাম বলিনি। তবে যা বলেছি, আশা করি তা আপনাদের কাছে স্পষ্ট।”

জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬টি লিখিত প্রস্তাবের মধ্যে ৯৪টিতে এনডিএম সরাসরি একমত, ২৫টিতে দ্বিমত, ৪৪টিতে আংশিকভাবে একমত এবং ৩টি প্রস্তাবের বিষয়ে কোনও মতামত দেয়নি। তবে মঙ্গলবারের সংলাপে আংশিকভাবে দ্বিমত থাকা আরও কিছু প্রস্তাবের বিষয়ে ব্যাখ্যা শোনার পর এনডিএম একমত হয়েছে বলে জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, “বৈঠকে ব্যাখ্যার পর ১০০টির অধিক প্রস্তাবে আমরা একমত হয়েছি।”


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv