ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন মোস্তাফিজ

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩৫:১৯ অপরাহ্ন
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। ক্লাবটির একটি নির্ভরযোগ্য সূত্র যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের মার্চ মাসে শুরু হওয়া ডিপিএলের প্রথম রাউন্ডে মোস্তাফিজকে মাঠে দেখা যায়নি। তখন তার খেলার অনুপস্থিতির পেছনে অর্থ, আবহাওয়া এবং রোজার মতো বিভিন্ন কারণ আলোচনায় ছিল। তবে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি মোস্তাফিজ। অবশেষে সুপার লিগ পর্বে মাঠে ফিরছেন ‘দ্য ফিজ’ নামে পরিচিত এই পেসার।

পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সুপার লিগে পাঁচটি ম্যাচ খেলবেন মোস্তাফিজ। মূলত খেলোয়াড় সংকটে পড়েছে ক্লাবটি। ইনজুরির কারণে তাসকিন আহমেদ ও তামিম ইকবাল মাঠের বাইরে। অন্যদিকে জাতীয় দলের সঙ্গে থাকায় খেলতে পারবেন না তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, আখরুজ্জামান অংকন ও মেহেদী হাসান মিরাজ।

তাই মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলটির জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ডিপিএলের সুপার লিগ পর্ব।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com