
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে নতুন কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক কোচ হোর্হে সাম্পাওলির নাম উঠে আসছে জোরেশোরে। সদ্যই ক্লাবটি তাদের কোচ পেদ্রো কাইসিনহাকে বরখাস্ত করেছে। ধারণা করা হচ্ছে, নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তির পর ঘুরে দাঁড়াতে মরিয়া ক্লাবটি আবারও সাম্পাওলির শরণাপন্ন হতে পারে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ক্লাবটি প্রথমে ব্রাজিলের সাবেক কোচ তিতে এবং সদ্য বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়রকে দায়িত্ব নিতে প্রস্তাব দিলেও তারা রাজি হননি। বিশেষ করে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের বিধ্বস্ত হওয়ার পর দরিভাল আপাতত বিশ্রামে থাকতে চান।
এ অবস্থায় আর্জেন্টিনার দিকেই নজর দিয়েছে সান্তোস। ক্লাবের সভাপতি মার্সেলো তেইশেইরা সাবেক কোচ সাম্পাওলিকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছেন। যদিও ক্লাব বোর্ডের একটি অংশ এ নিয়ে দ্বিধায় রয়েছে। কারণ, সাম্পাওলির কোচিংয়ে বড় বাজেটের প্রয়োজন হয়, এবং তিনি খেলোয়াড় কেনা-বেচায়ও প্রভাব রাখতে চান।
তবে সাম্পাওলি নিজে সান্তোসের প্রতি আবেগী। ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্লাবটি যেন আবার ঘুরে দাঁড়ায়, সেই প্রত্যাশা রাখেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে সাম্পাওলির অধীনে সান্তোস ব্রাজিলিয়ান লিগে রানার্সআপ হয়েছিল। তার কোচিংয়ে দলটি ৬৪ ম্যাচে জয় পেয়েছিল ৩৪টিতে, ১৫ ম্যাচ ড্র ও ১৫টিতে হার দেখে। সেই মৌসুমে আক্রমণাত্মক ফুটবল এবং কঠোর কোচিংয়ের কারণে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি।
তবে সেই অধ্যায়ের শেষটা সুখকর ছিল না। চুক্তি ভঙ্গের অভিযোগে ক্লাবের বিরুদ্ধে মামলা করেন সাম্পাওলি, যার রায় পরে যায় তার পক্ষে।
সাম্প্রতিক সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন ফরাসি ক্লাব রেঁসে। তবে মাত্র ১০ ম্যাচেই পথচলা থেমে যায়। ট্রান্সফার মার্কেটে মতপার্থক্যের কারণেই দায়িত্ব ছাড়েন তিনি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ক্লাবটি প্রথমে ব্রাজিলের সাবেক কোচ তিতে এবং সদ্য বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়রকে দায়িত্ব নিতে প্রস্তাব দিলেও তারা রাজি হননি। বিশেষ করে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের বিধ্বস্ত হওয়ার পর দরিভাল আপাতত বিশ্রামে থাকতে চান।
এ অবস্থায় আর্জেন্টিনার দিকেই নজর দিয়েছে সান্তোস। ক্লাবের সভাপতি মার্সেলো তেইশেইরা সাবেক কোচ সাম্পাওলিকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছেন। যদিও ক্লাব বোর্ডের একটি অংশ এ নিয়ে দ্বিধায় রয়েছে। কারণ, সাম্পাওলির কোচিংয়ে বড় বাজেটের প্রয়োজন হয়, এবং তিনি খেলোয়াড় কেনা-বেচায়ও প্রভাব রাখতে চান।
তবে সাম্পাওলি নিজে সান্তোসের প্রতি আবেগী। ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্লাবটি যেন আবার ঘুরে দাঁড়ায়, সেই প্রত্যাশা রাখেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে সাম্পাওলির অধীনে সান্তোস ব্রাজিলিয়ান লিগে রানার্সআপ হয়েছিল। তার কোচিংয়ে দলটি ৬৪ ম্যাচে জয় পেয়েছিল ৩৪টিতে, ১৫ ম্যাচ ড্র ও ১৫টিতে হার দেখে। সেই মৌসুমে আক্রমণাত্মক ফুটবল এবং কঠোর কোচিংয়ের কারণে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি।
তবে সেই অধ্যায়ের শেষটা সুখকর ছিল না। চুক্তি ভঙ্গের অভিযোগে ক্লাবের বিরুদ্ধে মামলা করেন সাম্পাওলি, যার রায় পরে যায় তার পক্ষে।
সাম্প্রতিক সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন ফরাসি ক্লাব রেঁসে। তবে মাত্র ১০ ম্যাচেই পথচলা থেমে যায়। ট্রান্সফার মার্কেটে মতপার্থক্যের কারণেই দায়িত্ব ছাড়েন তিনি।