নির্বাচনের জন্য কাগজ লাগবে এক লাখ ৭০ হাজার রিম, ব্যয় ৩৫ কোটি

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৭:০৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৭:০৭:২৪ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রায় ১ লাখ ৭০ হাজার রিম কাগজ প্রয়োজন হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব কাগজ মুদ্রণের কাজ করবে সরকারি প্রতিষ্ঠান গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস (বিজি প্রেস)। পুরো ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিজি প্রেসের সঙ্গে ইসির বৈঠকে এসব তথ্য উঠে আসে।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ কোটি ভোটার অংশ নেবেন। ৩০০ আসনে ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে ব্যালট পেপার, কালি, ফর্ম, প্যাড, ব্যানার, পোস্টার, নির্দেশিকা, রেজিস্টার, হিসাব খাতা ইত্যাদি সামগ্রী প্রস্তুত করতে হবে।

এ ছাড়া ২১ প্রকার ফরম, ১৭ প্রকার প্যাকেট, ৫ প্রকার পরিচয়পত্র, আচরণ বিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ও প্রশিক্ষণ ম্যানুয়াল এবং নির্দেশিকা মুদ্রণের প্রয়োজন হবে।

এরই মধ্যে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এবং বাংলাদেশ স্টেশনারি অফিসকে প্রয়োজনীয় কাগজের পরিমাণ ও মজুদের বিষয়ে চিঠি পাঠানো হয়। তাদের প্রেরিত তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ ও অন্যান্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনের জন্য সম্ভাব্য ১ লাখ ৬৯ হাজার ৬২৯ রিম কাগজ ক্রয় করতে হবে। যার সম্ভাব্য ব্যয় ৩৫ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ৫২৩ টাকা।

এর আগে, ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ, ষষ্ঠ উপজেলা পরিষদ এবং অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচনের জন্য ১ লাখ ৬১ হাজার ৭৪ রিম কাগজ কেনা হয়েছিল।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সময়মতো নির্বাচনী সামগ্রী প্রস্তুত করতে কমিশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv