এবার নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে উর্বশী

আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৩:২১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৩:২১:১৯ অপরাহ্ন
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ফের বিতর্কে জড়ালেন। এবার নিজের সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে উত্তরের রাজ্য উত্তরাখণ্ডকে ‘সর্বোচ্চ সুন্দর’ অঞ্চলে রূপান্তর করে বসেন তিনি। তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, “উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর। আমি তো এখানকারই মেয়ে। তাই আমার যা কিছু আছে, সবই স্বাভাবিক—এর মধ্যে কৃত্রিম কিছু নেই।” এরপর নিজের বাবার কথাও উল্লেখ করে তিনি বলেন, “আমার বাবার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর, সুপারমডেলের মতো দেখতে।”

এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার মন্তব্যকে ‘অহংকারী’ এবং ‘বর্ণবৈষম্যমূলক’ হিসেবে আখ্যায়িত করেন। একজন নেটিজেন কটাক্ষ করে লেখেন, “আপনি নিজের জন্য একজন লোক নিয়োগ করুন, যে আপনার এসব নিরর্থক কথা মন দিয়ে শুনবে।” আরেকজন মন্তব্য করেন, “সব সময় আপনি নিজেকে নিয়ে এত বড়াই করেন কীভাবে?”

সমালোচকদের মতে, উর্বশীর এই মন্তব্য সৌন্দর্যের সামাজিক সংজ্ঞায় একধরনের শ্রেষ্ঠত্ববোধ তৈরি করে, যা অসহিষ্ণুতা ও বৈষম্যকে উৎসাহিত করে।

এদিকে, উর্বশী এই বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে এই প্রথম নয়—পূর্বেও নিজের সিনেমা প্রচারের জন্য বাথরুমের ভিডিও প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv